এনামুল হক ছোটন
ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের শক্তিশালী তিনটি ক্লাবকে নিয়ে “ময়মনসিংহ ডিএফএ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম।
ময়মনসিংহের জেলা প্রশাসক ও ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃশাহ্ আবিদ হোসেন বিপিএম(বার), ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,
সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সেরা করদাতা (সিআইপি)মাহবুব রেজা করিম মুরাদ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি অধ্যাপক এ.কে. এম. দেলোয়ার হোসেন মুকুল,ময়মনসিংহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালি মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাহমুদুল ইসলাম,টিআই মাহাবুবুর রহমানসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ এফসি বনাম চট্টগ্রাম আবাহনী লি.।উক্ত ফুটবল টুর্নামেন্ট চলবে ৪ হতে ৮ ডিসেম্বর পর্যন্ত। আর ফুটবল টুর্নামেন্ট তিনটি ফুটবল দল অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন। উদ্বোধনী খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে চট্টগ্রাম আবাহনী ৫-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ পুলিশ এফসি।