এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসানের এর উদ্যোগে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য গত ০৩( ডিসেম্বর ) ময়মনসিংহের নগরের চরপাড়া মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সংযুক্ত মোঃ জাবেদ ইকবাল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,
সার্ভেয়ার সিদ্দিক, সহযোগী মাসুম সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।গতকাল দুপুরে তারা সরাসরি নগরীর উক্ত এলাকারগুলো পরিদর্শন করে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপন ও ফুটপাত দখল করে দোকান নির্মাণ ও মণিহারী মালামাল সামগ্রী সরানোর জন্য নির্দেশ দেন ও বিভিন্ন মনিহারী জিনিস পত্রের মুল্য, দোকানের ট্রেড লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ জিনিষ পত্রের মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনি সেখানে রাস্তায় ওপরে ও ফুটপাত দখল করে দোকান নির্মাণ করা সহ বিভিন্ন মনিহারী দোকানের লাইসেন্স,
জিনিস পত্রের মেয়াদ,বাজার মুল্যের চার্ট দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন ও নিদিষ্ট সময়ে সরানোর জন্য সময় বেধেঁ দেন।ম্যাজিস্ট্রেটের তদারকির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দ্রুত অবৈধ স্থাপন সরানোসহ মণিহারীর পণ্য সামগ্রী অনেকেই সরিয়ে পেলেন আর যারা সরাতে ব্যর্থ হয়েছেন তাদেরকে নিদিষ্ট সময়েই সারানোর নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু সার্বিক সহযোগিতা পরিস্কার ও পরিচ্ছন্ন আর্দশ নগরী জনগণকে উপহার দিতে চাই। আমারা সবসময়ই অভিযান পরিচালনা করবো ফুটপাত দখলমুক্ত করে একটি পরিকল্পিত নগরী তুলতে সকলেরই সহোযোগিতায় পাচ্ছি এবং আমরা সর্বদাই প্রস্তুত আছি।