এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ০৬ জুলাই বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ কিস্তিতে ১ কোটি টাকার আর্থিক সহায়তার চেক এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে মোট ৭১ জন অসহায় দরিদ্রদের মাঝে ১.১৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের অসহায় মানুষের পাশে সরকার রয়েছে এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ সকল অসহায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী ও দেশের গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।