এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে ফুটপাতের উপর দোকান ও দোকানের সরঞ্জাম রেখে নাগরিকের পথ চলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ রাস্তার উপর মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টির অপরাধে ৫ টি মামলায় ১৬০০০ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের( মসিক) ভ্রাম্যমাণ আদালত।
০৬ জুলাই বুধবার বেলা ১২ টায় স্বদেশী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এছাড়াও রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে নাগরিক পথ চলাকে বিঘ্ন করে বিল্ডিং এর নির্মাণ কাজ করায় ভিন্ন একটি মামলায় ২০০০০ টাকা জরিমানা অনাদায়ে আইন অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ডাদেশ ঘোষণা করেন তিনি। অভিযানে উপস্থিত ছিলেন মসিক এর স্যানটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহ প্রমুখ