এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু সহ পরিবারের সদস্যদরা কিছু দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মসিক মেয়র সহ সকলের রোগমুক্তি কামনায় ০৪ জুলাই সোমবার রূপসী বাংলা সমবায় সমিতির লিমিটেড এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন রূপসী বাংলা প্রতিষ্ঠানের সিএম নজরুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সি. এ. এ. আঃ রাজ্জাক। দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা’র সিইও মোঃ আবুল হোসাইন ও সভানেত্রী ( পরিচালক) পলি শিকদার।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমন্বয়কারী শংকর চন্দ্র সরকার, জিএম বজলুর রহমান,পিএম মিজানুর রহমান, আরএম মোঃ আবুল হোসেন, আইটি মোঃ ফাহাদ আহমেদ, সিসি এমএএইচ কামাল, এফএম হাসান ইকবাল সহ প্রমুখ এবং সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। দোয়া ও মিলাদ শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।