ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন এর স্মরণে স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন এর স্মরণে স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহের প্রয়াত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন এর স্মরণে স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠিত হয়। ভাষার মাস ০৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্য সেবা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত আসন -৩২৬ এর সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। প্রধান অতিথি বক্তব্যে মনিরা সুলতানা মনি বলেন, আমার বড়ো পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকের মেয়ে।

আমি এমপির চেয়ে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মেয়ে হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। ভাষার মাসে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে কারণ পিতার কাছে সন্তান আসলে যেমন শান্তি লাগে ঠিক তেমনি আপনাদের কাছে আসলে আমারও এমন অনুভূতি লাগে। ময়মনসিংহ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও ক্যাম্পিং ব্যবস্থাপক ছিলেন মাসিক জনপ্রশাসন এর ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক রবিন বরকত উল্যাহ।

বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ ভূইয়া ও অ্যাড. আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনারেবল মেম্বার অব ইসি বি এম ডি কমিটির অন্যতম সহযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান ডাঃ এ কে এম ওয়ালী উল্লাহ, পুলিশ সুপার ( অবঃ) সফিক উল্লাহ, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মান্নান পাঠান,ভূমি কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আব্দুর রশিদ রতন, ময়মনসিংহ প্রেসক্লাবে সহ সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, আবুল কাশেম, আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভূইয়া ও ময়মনসিংহ জেলার ৫০ জন বীর মুক্তিযোদ্ধা। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ভাষা সৈনিক মোস্তফা মোস্তফা এম এ মতিন স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*