আগামীকাল অস্ট্রেলিয়া ও ফিলিপাইন যাত্রা জয়শঙ্করের

আগামীকাল অস্ট্রেলিয়া ও ফিলিপাইন যাত্রা জয়শঙ্করের

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদ্যমান সম্পর্ক আরও স্থিতিশীল করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি মজবুতকরণে আগামীকাল অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দিবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইনের আমন্ত্রণে আগামী ১০-১৩ ফেব্রুয়ারী নাগাদ অস্ট্রেলিয়া সফর করবেন জয়শঙ্কর। এরপর ১৩-১৫ তারিখ অবধি ফিলিপাইনে যাত্রা করবেন তিনি।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিত্র রাষ্ট্র অস্ট্রেলিয়া ও ফিলিপাইনে এটাই হবে জয়শঙ্করের প্রথম সফর। পাশাপাশি কোভিড উত্তর পরিস্থিতিতে এটাই হবে কোনো শীর্ষ ভারতীয় নেতৃত্বের প্রথম অস্ট্রেলিয়া সফর।

পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় থাকাবস্থায় আগামী ১১ ফেব্রুয়ারী, শুক্রবার, মেলবোর্নে চতুর্থ কোয়াড পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিবেন জয়শঙ্কর। সেখানে অস্ট্রেলিয়ার পাশাপাশি জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নিতে চলেছেন।

এর আগে সর্বশেষ গত বছর ফেব্রুয়ারী মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো এবং সেটিও ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয়। সে হিসেবে এবার সশরীরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হবে। উক্ত বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বর্তমান ভূ-রাজনীতি, কোভিড মহামারী, সরবরাহ চেইন, প্রযুক্তিগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো সহ প্রভৃতি বিষয়ে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হবে।

এসবের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ১২ তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফ্রেমওয়ার্ক বৈঠকেও অংশ নিবেন জয়শঙ্কর। সেখানে দু দেশের বিদ্যমান ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা পূর্বক তা এগিয়ে নেয়ার নানা উপায় নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিগণ।

উক্ত বৈঠকে ভারত-অস্ট্রেলিয়া ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট অন সাইবার এবং সাইবার-সক্ষম ক্রিটিক্যাল টেকনোলজি কো-অপারেশন এবং সাবসিডিয়ারি প্ল্যান অফ অ্যাকশন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, গত ২০২০ সালের জুন মাসে অজি ও ভারতীয় প্রধানমন্ত্রী মিলে সাবসিডিয়ারি প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষর করেছিলেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে দেশটির প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ, শীর্ষ নেতা, ব্যবসায়ী ও ভারতীয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জয়শঙ্করের। ক্যাঙ্গারুর দেশে সফর শেষে ফিলিপাইনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

পাশাপাশি ফিলিপাইন-ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি। এছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়াদিতেও ফিলিপাইনের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন জয়শঙ্কর। সফরকালে সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

 

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*