দূর্যোগ ব্যবস্থাপনা খাতে সম্পর্ক জোরদারের আলোচনা করছে ভারত ও মালদ্বীপ। ৩০ জানুয়ারী, রবিবার, দূর্যোগ ও মহামারী প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে বৈঠক করেন মালদ্বীপে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মুনু মহাওয়ার এবং মালদ্বীপের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির প্রধান নির্বাহী হিসান হাসান
পরবর্তীতে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি। টুইটে বলা হয়, “মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মহাওয়ারের সাথে দেখা করেছেন এনডিএমএ-এর প্রধান নির্বাহী হিসান হাসান এবং উপ-প্রধান নির্বাহী উমর ফিকরি। মালদ্বীপে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রতিক্রিয়া সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।”
পরবর্তীতে টুইটের জবাবে আরও একটি টুইট করে দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। সেখানে বলা হয়, “দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়ায় সক্ষমতা বাড়ানোর জন্য ভারত-মালদ্বীপ অংশীদারিত্বের আলোচনা এগিয়ে নিতে পেরে আমরা খুশি।”
হাইকমিশন সূত্রে জানা যায়, ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর কিংবা ২০১৪ সালে জল সঙ্কটের সময় মালদ্বীপকে বড় আকারের সহায়তা করেছিলো ভারত। এছাড়া, মালদ্বীপের কোস্ট গার্ড ও অন্যান্য বাহিনীর সক্ষমতা উন্নয়নেও ভূমিকা রাখে ভারতীয় কর্তৃপক্ষ। এসবের পাশাপাশি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের জন্য মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সকে কাস্টমাইজড ট্রেনিংও অফার করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক