দ্বিপাক্ষিক সম্পর্কের আরও এক নতুন মাত্রা যোগ করলো ভারত-শ্রীলঙ্কা। ০৯ জানুয়ারী, রবিবার, এসি ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ব্যবহার করে একটি ট্রেন পরিষেবা চালু করেছে শ্রীলঙ্কা, যা ক্রেডিট লাইনের আওতায় ভারত সরবরাহ করেছিলো।
বিষয়টি নিশ্চিত করে টুইট করেন কলম্বোয় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। টুইটে বলা হয়, “ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের আরেকটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক! মাননীয় মন্ত্রী @pavithrawannia1 ভারতীয় ক্রেডিট লাইনের অধীনে @RITES লিমিটেড দ্বারা সরবরাহ করা এসি ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) উদ্বোধন করেছেন এবং মাউন্ট লাভিনিয়া থেকে কেকেএস পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করেছেন।”
জানা গিয়েছে, ট্রেনের উদ্বোধনী রাইডটি নেন মন্ত্রী ওয়ানিয়ারাচিচি এবং কলম্বো ফোর্ট স্টেশনে তাঁকে স্বাগত জানান ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিনোদ কে জ্যাকব৷
পৃথক এক টুইটে কলম্বোর ভারতীয় হাইকমিশন জানায়, লঙ্কান রেলওয়ে অবকাঠামো এগিয়ে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ। আমরা দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের নীতিতে বিশ্বাসী। চালু হওয়া ট্রেন পরিষেবাটিও এর নিদর্শন।”
ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১৫ বছরে ভারতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক শ্রীলঙ্কায় বেশ কয়েকটি লাইন অফ ক্রেডিট প্রসারিত করেছে।
এই এলওসিগুলোর অধীনে যেসব গুরুত্বপূর্ণ সেক্টরে প্রকল্পগুলো সম্পাদিত হয়েছে/ কার্যকর করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে: রেল, পরিবহন, সংযোগ, প্রতিরক্ষা এবং সৌর সহ প্রভৃতি।
এছাড়াও, ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন হয়েছে। সেগুলো যথাক্রমে, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ; কলম্বো থেকে মাতারা পর্যন্ত রেল লাইনের আপগ্রেডেশন; ওমানথাই-পাল্লাই সেক্টরে IRCON দ্বারা ট্র্যাক স্থাপন, মধু চার্চ-তাল্লাইমান্নার মাদাওয়াচ্চিয়া-মধু রেললাইন এবং পাল্লাই-কাঙ্কেসান্থুরাই রেললাইনের পুনর্নির্মাণ ইত্যাদি।
তাছাড়া, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন সিস্টেম; বাস, ডিজেল লোকোমোটিভ রেলওয়ে, ডিএমইউ, ক্যারিয়ার এবং ফুয়েল ট্যাঙ্ক ওয়াগনের জন্য ইঞ্জিন কিট সরবরাহের মত কাজ নিয়মিত সম্পাদিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক