মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:৩০ অপরাহ্ন
১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে স্ত্রীর ১৪ জন প্রেমিককে আইনি নোটিশ পাঠিয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা শহরে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, স্ত্রী পরকীয়ায় মেতে আছেন- এমন সন্দেহ হয় স্বামীর। এর জের ধরেই নিয়োগ করলেন গোয়েন্দা। খোঁজ-খবর নিয়ে জানা গেল ১৪ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে স্ত্রীর।
স্ত্রীর সম্পর্কের বিষয়টি জানার পর ১৪ জন পুরুষকে আইনি নোটিশ পাঠিয়েছেন স্বামী। সেখানে সবার কাছে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। চিঠি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে এই অর্থ না দিতে পারলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ওই ব্যক্তি।
১৪ ব্যক্তির উদ্দেশে চিঠিতে নারীর স্বামী লিখেছেন, সম্প্রতি আমি জানতে পেরেছি, আপনারা প্রত্যেকে আমার স্ত্রীর সঙ্গে অবৈধ ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং গোপনে আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। আপনারা সকলেই অবগত যে আমার স্ত্রী বিবাহিত। আপনাদের মধ্যে অনেকেই ওর স্বামী হিসেবে আমাকে চেনেন।
এরপরই আইনি নোটিসে তিনি লেখেন, আপনাদের এই অবৈধ কার্যকলাপে আমাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে গিয়েছে। সেই যন্ত্রণা আমায় অনেক কষ্ট দিচ্ছে।
Leave a Reply