ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে লুঙ্গি পরে মিছিল করেছে তৃণমূল।
সোমবার (২৩ডিসেম্বর) অভিনব এই মিছিল দিনহাটা শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ।
নাগরিক সংশোধনী আইন প্রত্যাহার ও এনআরসির বিরোধিতায় সোমবার দিনহাটায় মিছিল করে তৃণমূল। মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল লুঙ্গি। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন সংশোধনী নাগরিক আইন বিরোধিতায় তাণ্ডবকারীদের পোশাক দেখলেই চেনা যায়। তাই আমরা লুঙ্গি পরে পথে নেমেছি। প্রধানমন্ত্রী আমারা কে কোন সম্প্রদায়ের চিহ্নিত করে দেখান। আমাদের কে হিন্দু, কে মুসলমান বলুন দেখি নরেন্দ্র মোদি । পোশাক কখনো কোনও সম্প্রদায়ের পরিচয় হতে পারে না। বিজেপি এসব বলে মানুষে মানুষে বিভেদ করতে চাইছে।
তিনি আরও বলেন, বলে রাখি, সপ্তাহখানেক আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে কারা তাণ্ডব চালাচ্ছে তা পোশাক দেখলেই চেনা যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গে নাগরিক সংশোধনী আইন বিরোধী তাণ্ডব ‘লুঙ্গিবাহিনী’-র কাজ বলে প্রচার চালায় বিজেপি। বিরোধিতায় সরব হয় তৃণমূল, কংগ্রেস ও বামেরা।