গুজরাটের গান্ধীনগরে ১ আগস্ট শুরু হয়েছে দু’দিন ব্যাপী জি-২০ ওম্যান এম্পাওয়ার সামিট৷ এর মূল বিষয় হচ্ছে, নারী চালিত উন্নয়ন: টেকসই, সর্বজনব্যাপী এবং ন্যায়পরায়ণ বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধিকে সুনিশ্চিতকরণ৷
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যলঘু বিষয়ক মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি গান্ধীনগরে জি-২০ ই-এম-পি-ও-ডব্লু-ই-আর সামিট-এর উদ্বোধন করেন। এতে জি-২০ দেশ সমূহ, আন্তর্জাতিক সংগঠন সমূহের প্রতিনিধিগণ, বিভিন্ন বিশেষজ্ঞ এবং নীতি প্রণেতা ও অংশীদাররা এতে অংশগ্রহণ করেছেন।
জি-২০-কে ভারতের জনগণের কাছে নিয়ে যেতে ‘জন ভাগীদারী’-র (সিটিজেন’স কানেক্ট প্রোগ্রাম) আওতায় ‘জি-২০ এম্পাওয়ার ২০২৩’ ‘মহিলাদের অর্থনৈতিক প্রতিনিধিত্বের ক্ষমতায়ণ ও প্রগতি’-এর সংগে সম্পর্কিত প্রসঙ্গ সমূহ অবলম্বনে জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক-এর সহযোগিতায় ভারতে ২০২৩-এর ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ‘জি-২০ এম্পাওয়ার ২০২৩’-এর আওতায় দুইটি আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার ফলাফল ‘এম্পাওয়ার কমিউনিক’-এ প্রতিফলিত হবে।
এই উদ্বোধনী অধিবেশন কালে ‘জি-২০ এম্পাওয়ার টেক ইক্যুইটি ডিজিটাল ইনক্লুশন প্ল্যাটফর্ম’, বেস্ট প্র্যাকটিসেস প্লেবুক, ক-এপি-আই ড্যাশবোর্ড, এবং জি-২০ এম্পাওয়ার কমিউনিক ২০২৩-এর প্রয়োগ-রূপায়ণ সহ এই বছর জি-২০ এম্পাওয়ার আলোচ্যসূচির আওতায় প্রধান প্রধান ফলাফল সমূহের সূচনা করা হবে।
এই উদ্বোধনী অধিবেশনে বিশেষজ্ঞ বক্তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী ইন্দেভর পান্ডে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক-এর ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী লক্ষ্মী শ্যাম সুন্দর, রাষ্ট্রসংঘ মহিলা সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীমতী সীমা বাহোয়াস এবং অন্যান্যরা। ভারতের প্রেসিডেন্সি-র আওতায় এম্পাওয়ার-এর যাত্রাপথে জি-২০ এম্পাওয়ার-এর চেয়ার ডঃ সংগীতা রেড্ডি৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক