
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য নিয়ে ভারত ও মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় দুদেশের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য ও পশ্চিম আফ্রিকা বিভাগের অতিরিক্ত সচিব সাভেলা নায়েক মুদে এবং অ্যাঙ্গোলান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত এসমেরালদা ব্রাভো কন্ডে দা সিলভা মেন্ডনকা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পক্ষই বাণিজ্যে সহযোগিতা জোরদারসহ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ব্যাপক পর্যালোচনা করেছে। এসবের মধ্যে রয়েছে ব্যবসা, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, উন্নয়ন অংশীদারিত্ব, স্বাস্থ্য ও ওষুধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক।
জাতিসংঘসহ অন্যান্য বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) এবং টেকসই উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঐতিহাসিকভাবে ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর এ সম্পর্ক অভিন্ন মূল্যবোধ ও লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা দুদেশের সম্পর্ক আরও জোরদারে সাহায্য করছে।
২০২০ সালের সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সহ-সভাপতিত্বে প্রথম যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেরণা জুগিয়েছে। সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে দুই পক্ষই আগ্রহী বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত তিন বছরে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২১৪ বিলিয়ন মার্কিন ডলার সেখানে ২০২২-২৩ অর্থবছরে তা ৪২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত অ্যাঙ্গোলার তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যা দেশটির মোট বৈদশিক বাণিজ্যের ১০ শতাংশ। অ্যাঙ্গোলা থেকে ভারত প্রধানত অপরিশোধিত তেল আমদানি করে থাকে, যা ভারতের বৈশ্বিক তেল আমদানির ৩ শতাংশ।
গতকালের বৈঠকে হীরা বাণিজ্য, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সব ধরনের সুযোগ ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করেছে দুদেশ। এ ছাড়া ভারত সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য অ্যাঙ্গোলাকে দেওয়া ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলার বিষয়টিও ছিল। উভয় পক্ষই পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য বহুমুখীকরণের বিষয়ে মতবিনিময় করেছে।
পরবর্তীতে সুবিধাজনক সময়ে নয়াদিল্লিতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এফওসি বৈঠক ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী তেতে আন্তোনিও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাভেলা নায়েক মুদে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক