বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে এবং দেশের অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তির উন্নতি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর মসনদে বসার পর থেকেই প্রযুক্তির উন্নয়নের উপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ করার পণ নিয়েছেন তিনি। আর ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়তে বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি নাগরিকের কাছে ডিজিটালের ব্যবহার যে পৌঁছানো প্রয়োজন, সেকথা বুঝতে পেরেছিলেন তিনি। তাই ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়তে প্রথম থেকেই প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী।
শনিবার বেঙ্গালুরুতে জি-২০ ডিজিটাল ইকোনমি মন্ত্রিসভার বৈঠকে সেকথাই তুলে ধরলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী প্রযুক্তির গণতন্ত্রীকরণে বিশ্বাস করেন।” এপ্রসঙ্গে ডিজিটাল ক্ষেত্রে যে ৩টি দিকের উপর জোর দেওয়া হচ্ছে, সেটাও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব।
প্রতিটি নাগরিকের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছলেই যে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রয়াস করছেন, এদিন সেকথা জি-২০ বৈঠকে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী প্রযুক্তির গণতন্ত্রীকরণে বিশ্বাস করেন, নাগরিকদের আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষা অথবা স্থান, নির্বিশেষে প্রযুক্তির সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানো উচিত।”
প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন ও প্রতিটি নাগরিকের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এদিন তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৩টি বিষয়ের উপর জোর দিয়েছেন। সেই ৩টি বিষয় হল- ডিজিটাল জন পরিকাঠামো, ডিজিটাল অর্থনীতিতে নিরাপত্তা এবং ডিজিটালের দক্ষতা। দেশে প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়গুলির উপর বিশেষ প্রাধান্য দেন বলেও জানান অশ্বিনী বৈষ্ণব। এগুলি একটি ডিজিটাল অর্থনীতিকে বৃহত্তর বৈশ্বিক এজেন্ডার সঙ্গে সংযুক্ত করে বলেও জানান তিনি। এপ্রসঙ্গে দেশের প্রযুক্তি-হাব বেঙ্গালুরুর উদাহরণ তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে বসতে চলেছে জি-২০ সামিট। তার আগে চলতি বছরের গোড়া থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ বৈঠক চলছে। ১৮ অগস্ট থেকে দু-দিন ব্যাপী জি-২০ ডিজিটাল ইকোনমি মন্ত্রিসভার বৈঠক বসেছে বেঙ্গালুরুতে। এদিন বৈঠকের শেষ দিনে ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য তুলে ধরেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এই বৈঠকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক