ব্রিকস মঞ্চে সবে শুরু হয়েছে ফটো সেশন। এই সময় মঞ্চে ভারতীয় তেরঙ্গার একটি স্টিকার নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে স্টিকারটি হাতে তুলে নেন প্রধানমন্ত্রী। মোদীর দেখাদেখি একই কাজ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারতের প্রধানমন্ত্রীর এই কীর্তিতে প্রশংসায় বিশ্বও।
বুধবার ছিল ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন। সম্মেলন শুরুর আগে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক রাষ্ট্রনেতার দাঁড়ানোর জন্য রয়েছে নির্দিষ্ট স্থানও। আর তা নির্দিষ্ট করা হয়েছে সংশ্লিষ্ট দেশের স্টিকার পতাকা দ্বারা। নিজের জায়গায় দাঁড়াতে গিয়ে গিয়ে তেরঙ্গা স্টিকার দেখেন নমো।
সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে স্টিকারটি তুলে নিজের পকেটে রেখে দেন। মোদীর পাশে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। তিনিও মোদীর মতো নিজের দেশের পতাকা স্টিকারটি হাতে তুলে নেন। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে নেটিজেনদের একাংশকে।
এই ধরনের আচরণ প্রকৃত দেশভক্ত নেতার মধ্যে পাওয়া যায় বলে জানিয়েছেন কেউ কেউ। এই ধরণের আচরণ অন্যদের অনুপ্রেরণা যোগায় বলেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মত। এদিকে, ব্রিকস সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতাই দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির উপর জোর দিয়েছেন বলে জানা গেছে।
সেই সঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করেছেন তাঁরা। জলবায়ু পরিবর্তন নিয়ে মোদী ও রামাফোসা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
ভারতীয় বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে অন্যান্য বিষয়গুলি ছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিও বৈঠকে স্থান পেয়েছে। অগ্রগতি নিয়ে মোদী এবং রামাফোসা সন্তোষপ্রকাশ করেছেন বলেও মন্ত্রকের দাবি।
আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে বসছে জি-২০ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে ভারত। বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ভারতের সাফল্য কামনা করেছেন বলে খবর। সেই সঙ্গে জি-২০-তে আফ্রিকা ইউনিয়নকে পূ্র্ণ সদস্যপদ দেওয়ার জন্য করেছেন দিল্লির প্রশংসাও।
দক্ষিণ আফ্রিকার জোহেনাসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস সম্মেলনে ভারত ছাড়াও অংশ নিয়েছে চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। ২৪ অগস্ট পর্যন্ত চলবে এই শীর্ষ সম্মেলন। যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে, ভার্চুয়ালি অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক