সম্পর্কোন্নয়নে মালেশিয়া যাচ্ছেন রাজনাথ

সম্পর্কোন্নয়নে মালেশিয়া যাচ্ছেন রাজনাথ

মালেশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১০ ও ১১ জুলাই দুদিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। মূলত, দু দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্দেশ্যেই এবারের সফরটি আয়োজন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর।

এর আগে গত বছরের ২৭ জুন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী ওয়াইবি দাতো সেরি হিশামুদ্দিন তুন হুসেন। সেসময়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং সমসাময়িক বিশ্বের অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেছিলেন দুই নেতা।

একইভাবে, ২০১৫ সালে মালেশিয়া সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়, দু দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন যৌথ পদক্ষেপের ঘোষণা করা হয়, যা বিগত আট বছরে অনেকাংশে বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা খাতে সম্পর্ক বেড়েছে ভারত ও মালেশিয়ার। ১৯৯৩ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি স্থাপন করে। এছাড়া, গত দশ বছরে নানা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*