Notice: Undefined index: custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/header.php on line 27
Dhaka 7:42 am, Monday, 2 October 2023

  • Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/page/header_design_two.php on line 68

ভারতের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস

  • Reporter Name
  • Update Time : 06:19:07 am, Thursday, 6 July 2023
  • 4 Time View

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইআইটি গুলি প্রযুক্তি শিক্ষার উৎকর্ষ কেন্দ্র। প্রযুক্তি নিয়ে পড়তে আগ্রহীরা আইআইটি-তে পড়াশোনার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন। ভারতের বাইরে আইআইটি-র ক্যাম্পাস এত দিন ছিল না। কিন্তু এ বার তা হতে চলেছে। ভারতের বাইরে শাখা খুলতে চলেছে আইআইটি।

বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। দেশের বাইরে প্রথম আইআইটি খোলা হবে তানজানিয়ার পূর্বে অবস্থিত জানজিবারে। আইআইটি মাদ্রাজ আফ্রিকার ওই শহরে নিজেদের শাখা খুলবে। ইতিমধ্যেই এ নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন তানজানিয়া সফরে। সেখানে গিয়ে জানজিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনয়ির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই আইআইটি মাদ্রাজের শাখা খোলার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “দেশের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস স্থাপিত হবে জানজিবারে।” এ নিয়ে ভারতের শিক্ষা মন্ত্রক, জানজিবারের শিক্ষা মন্ত্রক ও আইআইটি মাদ্রাজের মধ্য মউ ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।

বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “ভারত ও তানজানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রয়েছে। এই সম্পর্ককে শিক্ষার দিকেও এগিয়ে নিয়ে যেতে চাই দুই দেশ। সেই লক্ষ্যেই আইআইটি মাদ্রাজ জানজিবার-তানজানিয়ায় শাখা খুলবে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই পাঠক্রম চালুর চেষ্টা চলছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

Tag :

Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_two.php on line 177

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

Notice: Undefined index: footer_custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/footer.php on line 87

ভারতের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস

Update Time : 06:19:07 am, Thursday, 6 July 2023

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইআইটি গুলি প্রযুক্তি শিক্ষার উৎকর্ষ কেন্দ্র। প্রযুক্তি নিয়ে পড়তে আগ্রহীরা আইআইটি-তে পড়াশোনার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন। ভারতের বাইরে আইআইটি-র ক্যাম্পাস এত দিন ছিল না। কিন্তু এ বার তা হতে চলেছে। ভারতের বাইরে শাখা খুলতে চলেছে আইআইটি।

বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। দেশের বাইরে প্রথম আইআইটি খোলা হবে তানজানিয়ার পূর্বে অবস্থিত জানজিবারে। আইআইটি মাদ্রাজ আফ্রিকার ওই শহরে নিজেদের শাখা খুলবে। ইতিমধ্যেই এ নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছেন তানজানিয়া সফরে। সেখানে গিয়ে জানজিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনয়ির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই আইআইটি মাদ্রাজের শাখা খোলার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “দেশের বাইরে প্রথম আইআইটি ক্যাম্পাস স্থাপিত হবে জানজিবারে।” এ নিয়ে ভারতের শিক্ষা মন্ত্রক, জানজিবারের শিক্ষা মন্ত্রক ও আইআইটি মাদ্রাজের মধ্য মউ ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।

বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “ভারত ও তানজানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রয়েছে। এই সম্পর্ককে শিক্ষার দিকেও এগিয়ে নিয়ে যেতে চাই দুই দেশ। সেই লক্ষ্যেই আইআইটি মাদ্রাজ জানজিবার-তানজানিয়ায় শাখা খুলবে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই পাঠক্রম চালুর চেষ্টা চলছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক