জঙ্গি হামলার পাশাপাশি ক্রমাগত সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তানে। আর এই লড়াইতে তাঁরা পাশে পেয়েছে চিনকে। ইসলামাবাদ ও বেজিংয়ের জোড়া আক্রমণ ঠেকাতে এবার নতুন সাইবার কমান্ড খুলতে চলেছে ভারতীয় সেনা।
চলতি মাসেই সেনার কমান্ডার পর্যায়ে বৈঠক হয় দিল্লিতে। সেখানেই সাইবার হামলা ঠেকাতে নতুন কমান্ড খোলার নির্দেশ দেন খোদ সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, “দেশের যোগাযোগের নেটওয়ার্কগুলিকে সুরক্ষিত করার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই কমান্ড সাইবার অপারেশন অ্যান্ড সাপোর্ট উইং বা CCOSW-র মতো ইউনিট খোলা হবে ভারতীয় ফৌজে।”
বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে যুগে প্রথাগত যুদ্ধের পাশাপাশি সাইবার হামলার সম্ভাবনা বাড়ছে। একবার সাইবার হামলা হলে কোমায় চলে যেতে পারে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। যার পুরোপুরি ফায়দা নিতে পারে শত্রুপক্ষ।
সেই জায়গা থেকে সেনার এই নতুন ইউনিটের গুরুত্ব অপরিসীম বলে মানছেন প্রাক্তন সেনাকর্তাদের একাংশ। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সন্দীপ সিং অরোরার কথায়, “গত শতাব্দীর ছয় বা সাতের দশকের থেকে বর্তমানে যুদ্ধ আরও অনেক বেশি কঠিন হয়েছে। আমাদের শত্রুরা শুধু যে কামান-বন্দুক বা ফাইজার জেট নিয়ে হামলা চালাবে এমনটা নয়। সাইবার হামলা চালিয়ে গোটা দেশের যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইবে তাঁরা।”
ভারতীয় সেনার এই নতুন ইউনিটের কাজ যে খুবই চ্য়ালেঞ্জিং হতে চলেছে, সেকথাও স্পষ্ট করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। “বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও সেনার আধুনিকীকরণের অংশ। আবার সেই যোগাযোগ ব্যবস্থাকে ভালোভাবে রক্ষাও করতে হবে।” জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের এক পদস্থ কর্তা।
উল্লেখ্য, বর্তমানে সাইবার হামলা দেখার জন্য Defence Cyber Agency নামের একটি ইউনিট রয়েছে। এই ইউনিট তিন সেনার জন্যেই কাজ করে থাকে। সূত্রের খবর, নতুন সাইবার কমান্ডও এই তিন সেনার জন্যেই কাজ করবে। Defence Cyber Agency-কে এর সঙ্গে সংযুক্ত করা হতে পারে।
তবে নতুন সাইবার কমান্ডের রূপরেখা কেমন হবে, তা অবশ্য প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়নি। এই কমান্ড বেঙ্গালুরুতে তৈরি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত. এদিন থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করল ভারতীয় ফৌজ। ব্রিটেনের সলসবেরিতে ১১ মে পর্যন্ত চলবে এই যৌথ মহড়া। এই মহড়ার পোশাকি নাম রাখা হয়েছে ‘অজেয় যোদ্ধা’। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক