মহর্ষি-তে সম্মত জি২০ জোট

মহর্ষি-তে সম্মত জি২০ জোট

বুধবার (১৯ এপ্রিল), বারাণসীতে সমাপ্ত হল ভারতের জি২০ সভাপতিত্বের অধীনে ১০০তম বৈঠক। তিনদিনের বৈঠকটি ছিল জি২০-র সদস্য দেশগুলির প্রধান কৃষি বিজ্ঞানীদের। আলোচ্য বিষয় ছিল “স্বাস্থ্যবান মানুষ এবং গ্রহের জন্য টেকসই কৃষি এবং খাদ্য ব্যবস্থা”।

বৈঠকে, ‘মহর্ষি’ বা ‘মিলেটস অ্যান্ড আদার এনসিয়েন্ট গ্রেইনস ইন্টারন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ’ নামে একটি বাজরা বিষয়ক উদ্যোগ চালু করতে সর্বসম্মত হয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা। বাজরা নিয়ে গবেষণার জন্য এই উদ্যোগের প্রস্তাব দেয় ভারতই। এর জন্য ‘আইসিআরআইএসএটি’, ‘ওয়ান সিজিআইএআর সেন্টার্স’ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রযুক্তিগত সহায়তায় ভারতের হায়দরারাবাদে তৈরি করা হবে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মিলেট রিসার্চের’ বা আইআইএমআর-এর সচিবালয়।

তিন দিনের আলোচনায় কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তরের জন্য উদ্ভাবন এবং প্রযুক্তিগত হস্তক্ষেপ, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পুষ্টির মান বৃদ্ধির জন্য খাদ্যশস্যের বায়োফোর্টিফিকেশন, পুষ্টি এবং ব্লু গ্রোথ মহর্ষির জন্য ট্রপিকাল সিউইড ফার্মিং-এর মতো সমস্যার কথা উঠে এসেছে।

সভাপতির বক্তব্যের সারসংক্ষেপ এবং বৈছকের ফলাফল সংক্রান্ত একটি নথি প্রকাশ করা হয়েছে। এই নথিতে উঠে এসেছে, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির জন্য কৃষি গবেষণা ও উন্নয়ন, ডিজিটাল এগিরকালচার, স্থিতিস্থাপক কৃষি-খাদ্য ব্যবস্থা এবং কৃষি গবেষণা ও উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মতো বিষয়গুলি।

জি২০-র সদস্য দেশগুলির প্রধান কৃষি বিজ্ঞানীদের মূল বৈঠকের পাশাপাশি, কৃষি গবেষণায় ভবিষ্যতে সহযোগিতার জন্য ফ্রান্স, ব্রিটেন, আর্জেন্টিনা এবং জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছে ভারত। ইতালির রোম শহরের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*