১০০তম জি২০ বৈঠকে মাইল ফলক ছুঁল ভারত

১০০তম জি২০ বৈঠকে মাইল ফলক ছুঁল ভারত

জি২০ সভাপতিত্বের একটি মাইল ফলক ছুঁল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জি২০-র সভাপতিত্ব গ্রহণের পর সোমবার ১০০ তম বৈঠক অনুষ্ঠিত হল জি২০ গ্রুপের। ভারতের সভাপতিত্বে আজ বারাণসীতে কৃষি প্রধান বিজ্ঞানীদের বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছরের ১ ডিসেম্বরেকর পর থেকে এটি ১০০ তম বৈঠক ছিল। অর্থাৎ, ভারতের সভাপতিত্বে জি২০ গোষ্ঠীর বৈঠক সেঞ্চুরি করল।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি২০-র শীর্ষ সম্মেলনে আগামী ১ বছরের জন্য সভাপতিত্ব গ্রহণ করে ভারত। তারপর থেকেই ভারতের সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জি২০ বৈঠকের আয়োজন করা হয়েছে। বছরভর বিভিন্ন ইভেন্টও চলছে। এবার ভারতের সভাপতিত্বে বারাণসীতে অনুষ্ঠিত জি২০ বৈঠক দিয়েই সেঞ্চুরির মাইল ফলক ছুঁল ভারত।

এদিকে বারাণসীতে জি২০ বৈঠকের পাশাপাশি সোমবার গোয়ায় দ্বিতীয় হেলথ ওয়ার্কিং গ্রুপ, হায়দরাবাদে দ্বিতীয় ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপ ও শিলংয়ে স্পেস ইকোনমি নিয়ে বৈঠক রয়েছে। গত বছর ডিসেম্বরে জি২০-র সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। ৩০ নভেম্বর পর্যন্ত ভারতের কাছে থাকবে এই সভাপতিত্ব।

প্রসঙ্গত, ১৯ টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে তৈরি এই জি২০ গোষ্ঠী। ১৯ টি দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*