বাণিজ্য বাড়াবে ভারত ও উগান্ডা

বাণিজ্য বাড়াবে ভারত ও উগান্ডা

তিনদিনের সফরে উগান্ডা গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১০ এপ্রিল, সফরের প্রথম দিনেই দেশটির রাষ্ট্রপতি ইওওয়েরি মুসেভেনি, পররাষ্ট্রমন্ত্রী জেনারেল জেজে ওডঙ্গো এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি। এসময়, বাণিজ্য, শক্তি ও প্রতিরক্ষা খাতে ব্যাপক সম্পর্কোন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন তারা।

পরবর্তীতে একাধিক টুইটবার্তার মাধ্যমে বৈঠকের আদ্যোপান্ত শেয়ার করেন জয়শঙ্কর নিজেই। উষ্ণ আতিথেয়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতিকরণে উগান্ডার বিশেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দেশটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, আফ্রিকান রাষ্ট্র উগান্ডা এবং মোজাম্বিকে সরকারী সফরে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ১০ থেকে ১৫ এপ্রিল অবধি সময়কালে ছয় দিনব্যাপী দেশগুলোতে অবস্থান করবেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, আফ্রিকান দেশ দুটোতে সফরকালে সেখানকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর। এতে পারস্পরিক বিদ্যমান সম্পর্কের ভিত আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

জানা গিয়েছে, ১০ থেকে ১২ এপ্রিল অবধি উগান্ডা সফর করবেন মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী জয়শঙ্কর। দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাত ছাড়াও সেখানকার জাতীয় ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ট্রানজিট ক্যাম্পাসও উদ্বোধন করবেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই সাথে, উগান্ডায় একটি সৌর শক্তি চালিত জল সরবরাহ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে অংশ নেবার কথা রয়েছে তার।

পরবর্তীতে ১৩ থেকে ১৫ এপ্রিল অবধি সময়কালে মোজাম্বিক সফর করবেন জয়শঙ্কর। এটিই দেশটিতে ভারতীয় কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভেরোনিকা ম্যাকামোর পাশাপাশি অন্যান্য শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া, ভারত-মোজাম্বিকের যৌথ কমিশন বৈঠকের ৫ম অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*