Notice: Undefined index: custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/header.php on line 27
Dhaka 7:35 am, Monday, 2 October 2023

  • Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/page/header_design_two.php on line 68

ভারত-জিসিসি এফটিএ শীঘ্রই

  • Reporter Name
  • Update Time : 06:36:07 am, Tuesday, 21 March 2023
  • 3 Time View

শীঘ্রই স্বাক্ষরিত হতে চলেছে ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি এর মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি। সোমবার, সৌদী আরবের রিয়াদে ভারত-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সিনিয়র অফিসিয়াল মিটিং (এসওএম) এর প্রথম রাউন্ডের সময় উভয় পক্ষ এই বিষয়ে আলোচনা করেছে।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “ভারত-জিসিসি দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতিতে উভয় পক্ষই আনন্দ প্রকাশ করেছে। উভয় পক্ষই ভারত-জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর দ্রুত চূড়ান্তকরণের জন্য সম্মত হয়েছে।”

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের রিয়াদ সফরের সময় ভারত-জিসিসি মেকানিজম অফ কনসালটেশনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে সোমবারের ভারত-জিসিসি এসওএম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (সিপিভি & ওআইএ) আউসফ সাঈদ এবং জিসিসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোটের সহকারী সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড নেগোসিয়েশন আবদুল আজিজ বিন হামাদ আল-ওয়াইশাক।

উল্লেখ্য, বৈঠকে জিসিসির ছয় সদস্য দেশ- সংযুক্ত আরব আমিরাত (ইউইএ), সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত উপস্থিত ছিল। অর্থনৈতিক অংশীদারিত্ব ও রপ্তানি ব্লক হিসেবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

এর আগে গত ২৪ নভেম্বর, ২০২২ তারিখে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং জিসিসি সচিব নায়েফ ফালাহ এম. আল-হাজরাফের মধ্যে একটি বৈঠকের সময় উভয় পক্ষই এফটিএ আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

Tag :

Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_two.php on line 177

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

Notice: Undefined index: footer_custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/footer.php on line 87

ভারত-জিসিসি এফটিএ শীঘ্রই

Update Time : 06:36:07 am, Tuesday, 21 March 2023

শীঘ্রই স্বাক্ষরিত হতে চলেছে ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি এর মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি। সোমবার, সৌদী আরবের রিয়াদে ভারত-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সিনিয়র অফিসিয়াল মিটিং (এসওএম) এর প্রথম রাউন্ডের সময় উভয় পক্ষ এই বিষয়ে আলোচনা করেছে।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “ভারত-জিসিসি দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতিতে উভয় পক্ষই আনন্দ প্রকাশ করেছে। উভয় পক্ষই ভারত-জিসিসি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর দ্রুত চূড়ান্তকরণের জন্য সম্মত হয়েছে।”

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের রিয়াদ সফরের সময় ভারত-জিসিসি মেকানিজম অফ কনসালটেশনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে সোমবারের ভারত-জিসিসি এসওএম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (সিপিভি & ওআইএ) আউসফ সাঈদ এবং জিসিসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোটের সহকারী সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড নেগোসিয়েশন আবদুল আজিজ বিন হামাদ আল-ওয়াইশাক।

উল্লেখ্য, বৈঠকে জিসিসির ছয় সদস্য দেশ- সংযুক্ত আরব আমিরাত (ইউইএ), সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত উপস্থিত ছিল। অর্থনৈতিক অংশীদারিত্ব ও রপ্তানি ব্লক হিসেবে উপসাগরীয় সহযোগিতা পরিষদ তথা জিসিসি হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

এর আগে গত ২৪ নভেম্বর, ২০২২ তারিখে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং জিসিসি সচিব নায়েফ ফালাহ এম. আল-হাজরাফের মধ্যে একটি বৈঠকের সময় উভয় পক্ষই এফটিএ আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক