ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার, ইসরায়েলি মন্ত্রীর সাথে আলোচনায় দেশটির শিল্প প্রতিষ্ঠানগুলোকে ভারতের স্টার্টআপ এবং চলমান উদ্যোগের মধ্যে বিনিয়োগের আহবান জানিয়েছেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। জানা গিয়েছে, ইসরায়েলের মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটিই গ্যালান্ট এবং রাজনাথের মধ্যকার প্রথম মতবিনিময়। এসময়, আত্মনির্ভর ভারত গড়তে রাজনাথের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন গ্যালান্ট।
একই সাথে, সম্প্রতি সমাপ্ত এরো ইন্ডিয়া -২০২৩ এর সময় ভারত এবং ইসরায়েলের কয়েকটি কোম্পানীর মধ্যকার নতুন বিনিয়োগ চুক্তিগুলোর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উভয় নেতা।
আলোচনাকালে, অত্র অঞ্চলে ভারতের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে তাঁর সরকারের গভীর আগ্রহের কথা জানান। উভয় মন্ত্রী গত বছর গৃহীত ‘ভিশন স্টেটমেন্ট’-এর কাঠামোর অধীনে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে খবর রয়েছে।
বৈঠক শেষে এক টুইটবার্তায় বিষয়টি জানান রাজনাথ নিজেও। এসময়, দু দেশের সম্পর্কের অগ্রগতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক