
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) সামাজিক উন্নয়ন কমিশনের (সিএসওসিডি) ৬২তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে ভারত। বুধবার জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের সভায় সর্বসম্মতিক্রমে ভারতকে নির্বাচিত করা হয়।
জানা গিয়েছে, ১৯৭৫ এর পর এবারই প্রথম এই কমিশনের সভাপতিত্ব পেলো ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ এই দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কাম্বোজ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত দারিদ্র্য মোচন ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ভারতের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।”
ভারত সবসময়ই এই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, “কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের গুড প্র্যাকটিসগুলো শেয়ার করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”
৪৬ সদস্য নিয়ে গঠিত সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি যা ইকোসককে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক