সম্পর্ক বাড়াবে ভারত ও স্লোভাকিয়া

সম্পর্ক বাড়াবে ভারত ও স্লোভাকিয়া

দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত এবং স্লোভাকিয়া। শুক্রবার, নয়াদিল্লিতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার পরামর্শ সভায় এ নিয়ে বিশদ আলোচনা হয়। একই সময়ে, পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন দু দেশের প্রতিনিধিগণ।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষ ইইউ, ইউক্রেনের সংঘাত, ভারতের জি-২০ প্রেসিডেন্সি, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও আলোচনা করেছে।

পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য ও ওষুধ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়েও পর্যালোচনা করেছেন কূটনীতিকগন।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও স্লোভাকিয়ার। দু দেশের কূটনৈতিক সম্পর্কও প্রায় ৩০ বছরের। উভয় দেশই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ভাগ করে নেয় এবং রাজনৈতিক ও অফিসিয়াল উভয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ করে থাকে। মহামারীর বিরূপ প্রভাব থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে।

জানা গিয়েছে, বৈঠকে ভারতের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং স্লোভাকিয়ান পক্ষের নেতৃত্বে ছিলেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক মহাপরিচালক মিশাল পাভুক। উভয় পক্ষই স্লোভাকিয়ার জাতীয় রাজধানী ব্রাতিস্লাভাতে পারস্পরিক সুবিধাজনক তারিখে পররাষ্ট্র দফতরের পরবর্তী পরামর্শ সভার আয়োজন করতে সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*