সম্পর্কোন্নয়নে শ্রীলঙ্কায় ভারতীয় নৌজাহাজ

সম্পর্কোন্নয়নে শ্রীলঙ্কায় ভারতীয় নৌজাহাজ

শ্রীলঙ্কার সাথে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে দেশটি সফরে গিয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস দিল্লী। রবিবার, দুদিনের সরকারী সফরে শ্রীলঙ্কার উত্তর-পূর্ব বন্দর শহর ত্রিনকোমালিতে পৌঁছেছে জাহাজটি। সেখানে জাহাজটিকে স্বাগত জানায় লঙ্কান নৌকর্তাগণ।

উল্লেখ্য, আইএনএস দিল্লি একটি ১৬৩.২ মিটার দীর্ঘ ডেস্ট্রয়ার, যা ৩৯০ জনের ক্রু দ্বারা পরিচালিত হয়। জাহাজটির ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন শিরাজ হোসেন আজাদ।

ভারতের প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুদিনের এই সফরে শ্রীলঙ্কা নৌবাহিনীর দ্বারা আয়োজিত বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন ভারতীয় ক্রুগণ। এছাড়া, দেশটিতে অবস্থানকালে সেখানকার উর্ধ্বতন নৌকর্তাদের সাথে বৈঠক করবেন আইএনএস দিল্লীর ক্যাপ্টেন সহ অন্যান্যরা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*