
সম্পর্কোন্নয়নের দিকে নজর দিয়েছে ভারত ও কিউবা। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও কিউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেরার্ডো পেনাল্ভার পোর্টালের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত ১২ থেকে ১৪ জানুয়ারী অবধি তিনদিন ব্যাপী কিউবা সফর করেন লেখি। দায়িত্ব গ্রহণের পর কাস্ত্রোর দেশে এটিই তাঁর প্রথম সফর।
রবিবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেরার্ডো পেনাল্ভার পোর্টালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এসময়, উভয় পক্ষই অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছে এবং উন্নয়ন সহায়তা কর্মসূচি, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, ফার্মা, আয়ুষ এবং বায়োটেকনোলজি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।
এছাড়া, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট (লাইফই), কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই), ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস – ২০২৩, টেকসইতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে উভয়ের মধ্যকার বৈঠকে।
জানা গিয়েছে, তিনদিনের সফরকালে কিউবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আলপিদিও আলোনসো গ্রাউ-এর সাথেও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন লেখি। এসময়, সিনেমা শিল্পের আদান-প্রদান এবং সহযোগিতার ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন তারা।
সফরের শেষদিনে, কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং স্পীকার এস্তেবান লাজো হার্নান্দেজের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান লেখি। সেখানে ভারত ও কিউবার মধ্যকার দ্বিপাক্ষিক গুরুত্ব, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক