
চারদিনের শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমার। আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর অবধি দেশটিতে অবস্থান করবেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর।
জানা গিয়েছে, শ্রীলঙ্কায় অবস্থানকালে আগামী ১৫ ডিসেম্বর ত্রিনকোমালির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি এ কমিশনিং প্যারেডের প্রধান অতিথি এবং পর্যালোচনা কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এছাড়া, শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন নৌবাহিনী প্রধান। উপরন্তু, তিনি কয়েকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগের অবস্থা মূল্যায়ন করতে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত অন্যান্য প্রতিরক্ষা সুবিধাগুলি সফর করবেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কার নাবিকদের প্রশিক্ষণ সহ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি প্রোগ্রামে সক্রিয়ভাবে জড়িত রয়েছে ভারতীয় নৌবাহিনী। অন্যদিকে, শ্রীলঙ্কার নৌবাহিনী প্রায়শই মিলান, গোয়া মেরিটাইম কনক্লেভ, অ্যাডমিরাল’স কাপ সেলিং রেগাট্টা ইত্যাদি সহ ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন বহুপাক্ষিক ইভেন্টে অংশ নেয়।
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, সিএনএস অ্যাডমিরাল হরি কুমারের আসন্ন শ্রীলঙ্কা সফর তাদের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করবে, বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক