ভারত এবং আফগানিস্তানের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব এখনও বিদ্যমান, যার প্রমাণ তালেবান নিয়ন্ত্রিত দেশটির ৩৪ টি প্রদেশে ভারতের চলমান ৫০০র বেশি প্রকল্প! শুক্রবার, ভারতীয় লোকসভায় এমনটিই জানিয়েছে মোদী সরকার।
এক সাংসদের প্রশ্নের উত্তরে ভারতীয় লোকসভাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ জানিয়েছেন, বিদ্যুৎ, জল সরবরাহ, সড়ক সংযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে গভীর সম্পর্ক রয়েছে ভারত ও আফগানিস্তানের।
মুরালীধরনের মতে, আফগানিস্তানে ভারত সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই সম্পন্ন হয়েছে এবং দেশটির স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবরে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছিলো ভারত ও আফগানিস্তান। দুই পক্ষের মধ্যে চুক্তিতে আফগানিস্তানের প্রতিষ্ঠান এবং অবকাঠামো পুনর্গঠনে সহায়তার জন্য সহায়তার কথা ছিলো ভারতের।
বিভিন্ন ক্ষেত্রে আফগান সক্ষমতা পুনঃবিকাশের জন্য শিক্ষাগত ও প্রযুক্তিগত সহায়তা, আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদে বিনিয়োগ বাড়ানো এবং আফগানিস্তানের রপ্তানির জন্য ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশ সরবরাহ করার মতো বিষয়ও এতে অন্তর্ভূক্ত ছিলো।
মুরালি বলেন, “আফগান জনগণের সাথে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৫৯৩ আফগানিস্তানের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গির দিকনির্দেশনা অব্যাহত রাখবে। আমরা আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক