শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব অটুট: ভারত

শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব অটুট: ভারত

শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করতে ভারত অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো পরিস্থিতিতে উভয় রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অটুট থাকবে বলে বিবৃতি দিয়েছেন লঙ্কান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সোমবার, শ্রীলঙ্কা ইকোনমিক সামিট ২০২২-এর উদ্বোধনী অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “শ্রীলঙ্কা আইএমএফের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার জন্য কাজ করছে। উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে গ্যারান্টি পেতে লড়াই করছি আমরা। ভারত এক্ষেত্রে আমাদের ভীষণ সহায়তা করছে।”

এছাড়া, শ্রীলঙ্কা তিন বৃহত্তম ঋণদাতা দেশ, যথাক্রমে, চীন, জাপান এবং ভারতের কাছ থেকে আর্থিক গ্যারান্টি চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $২.৯ বিলিয়ন ঋণ পাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

রনিলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি টুইট করেছেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি লিখেছেন, “আপনাকে ধন্যবাদ মাননীয় রাষ্ট্রপতি @RW_UNP। #ভারত সবসময়ই #শ্রীলঙ্কার অবিচল বন্ধু হয়ে থাকবে এবং নিজ ভাইদের পাশে থাকবে। আমরা পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*