শ্রীলঙ্কার পাশে থাকায় মোদীকে ধন্যবাদ গুণবর্ধনের

শ্রীলঙ্কার পাশে থাকায় মোদীকে ধন্যবাদ গুণবর্ধনের

শ্রীলঙ্কার চরম বিপদের দিনে পাশে থাকার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে। তিনি জানিয়েছেন, গত এক দশকে এমন দিন দেখেনি শ্রীলঙ্কা। এই দুঃসময়ে ভারতের পাঠানো আর্থিক সাহায্য শ্বাসবায়ু জুগিয়েছে তার দেশকে।

গত বুধবার (৩ আগস্ট) সাত দিন স্থগিত থাকার পরে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। সেখানেই এই কথা বলেন গুণবর্ধনে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের দেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করতে পড়শি দেশ ভারত যে ভাবে সহযোগিতা করেছে, তা আমি বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার আমাদের অক্সিজেন দিয়েছে। আমার পক্ষ থেকে ও আমার দেশের মানুষের পক্ষ থেকে ভারতের প্রতি শ্রদ্ধা রইল। ভারতের মানুষের প্রতি শ্রদ্ধা রইল।”

এ’সময় চরম অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথ তাদের খুঁজতে হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে। এর আগে তাঁর দায়িত্ব নেয়ার খবরে অভিনন্দন বার্তা পাঠান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*