কোপ-২৭ সম্মেলনে ভারতের প্রতিনিধি যাদব

কোপ-২৭ সম্মেলনে ভারতের প্রতিনিধি যাদব

আসন্ন কোপ-২৭ শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আগামী ০৬ থেকে ১৮ নভেম্বর অবধি মিশরের শার্ম এল শেইখ -এ অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

শুক্রবার, তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারা জানায়, ভারত মিশর সরকারকে এই সম্মেলনটি আয়োজনের জন্য সর্বোচ্চ সহায়তা করছে।

এছাড়াও, এবারের সম্মেলনে জলবায়ু অর্থ সংক্রান্ত আলোচনায় যথেষ্ট অগ্রগতি আশা করেছে ভারত। উল্লেখ্য, ইতোপূর্বে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক জলবায়ু তহবিলের ১০০ বিলিয়ন মার্কিন ডলার এখনও বাস্তবের মুখ দেখেনি।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রেস রিলিজ অনুসারে, ভারত জলবায়ু পরিবর্তনের উপর অভ্যন্তরীণ এবং বহুপাক্ষিক উভয় পদক্ষেপের জন্য নিবেদিত এবং গ্রহের পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। বার্তায় আরও বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং একটি সতর্কতা হিসাবেও কাজ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

 

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*