বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যহত হচ্ছে শিশুদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ। বাড়ন্ত বয়সে স্কুলে যেসব সাধারণ কৃষ্টি ও কালচারের সঙ্গে তাঁরা পরিচিত হয়, সেসবের কিছুই সম্ভব হচ্ছে না উদ্ভুত প্রেক্ষাপটে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাভাবিক বিকাশে সামান্য হলেও অবদান রাখতে এবং অভিভাবকদের সহযোগিতায় তাঁদের স্বপ্ন দেখার সামর্থ্যকে আরেকটু রাঙিয়ে দিতে “দৈনিক নবযুগ” নিয়ে এলো “শিশুদের চোখে আমার বাংলা” -শীর্ষক ধারাবাহিক সিরিজ।
এই সিরিজে প্রতি সপ্তাহে একজন করে অনুর্ধ্ব দশ বছর বয়সী বাচ্চার নিজ হাতে অঙ্কন করা একটি ছবি প্রকাশ করা হবে আমাদের পত্রিকায়। পরপর দশটি ছবি প্রকাশিত হবার পর দৈনিক নবযুগের বিজ্ঞ সম্পাদকমন্ডলীর বিচারে সেরা আঁকিয়ে শিশুটিকে পুরস্কৃত করা হবে।
“শিশুদের চোখে আমার বাংলা” -সিরিজের প্রথম পর্বে থাকছে ভালুকা শাহীন স্কুল এন্ড কলেজের নার্সারী ক্লাসের শিক্ষার্থী সাত বছর বয়সী সাহিব ফাইয়াজ অঙ্কিত গ্রাম বাংলার চিরায়ত রূপের একটি ছবি।