গোবিন্দ মোদক: সংস্কৃতি হল এমন এক বিষয় যা বলতে গেলে মানুষের অভ্যাস বলা চলে।যা মানুষ নিত্যদিন নিজেদের মাঝে প্রয়োগ করতে থাকে এবং এক সময় তার প্রচলন হয়ে যায় আর তাই সবাই সব সময়ই দেখে আর তেমন ভাবেই নিজেদের সামাজিক জীবনে প্রয়োগ করে
ধরুন কোনো এক বাড়ির এক বিশেষ ধরণের অনুষ্ঠান যা সবসময়ই পালন করা হয় যা পরিবারের ছোট সদস্যরাও দেখে বড় হয় এর পরবর্তীতে সেই ছোট সদস্যরা যখন পরিবারের অভিভাবক হয়ে উঠে তখন তারাও তাদের পূর্ব পুরুষের ন্যায় ঐ অনুষ্ঠান করে থাকে আর তাদের যুগের ছোটরাও তা শিখে।এমনি ভাবে সংস্কৃতি বেঁচে থাকে।
সংস্কৃতি মানুষ নিজেদের মাঝে পালন করে আবার সেই সংস্কৃতি নদীর স্রোতের মত গতিপথ বদলায় অথ্যাৎ তার পরিবর্তনও ঘটে।এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে পরিবর্তীত হয় যা মানুষের দ্বারা তৈরি আমার মানুষের দ্বারা পরিবর্তন।
ভাষা,গানবাজনা,পোশাক,খাবার,অনু ষ্ঠান এগুলোর মাঝেই সংস্কৃতির বেশি আর্বতন।এক সময় যেমন গান বাজনা প্রচলন থাকে তা বেশ কিছু সময় পর পরিবর্তন হয় অন্য ভাবে তার প্রকাশ ঘটে,এক সময় যেমন অনুষ্ঠান হতো তাই অন্য ভাবে হচ্ছে দিন কে দিন। সংস্কৃতির শুরুটা হয়েছিল ঠিক তবে তা পরিবর্তন হয় নানা রুপ নেয়।
এক দেশের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতি মিল খুব বেশি হয়ে থাকে না।ইউরোপীয় দেশ গুলোর সংস্কৃতির সাথে বাঙালীর সংস্কৃতির পার্থক্য বিশাল।তাদের দেশে যেমন সব প্রচলন হয়ে আসছে বাঙালীদের তেমনটা নেই আবার বাঙালীদের যেমন টা হয়ে আসছে তাদের তেমন নেই।
সে দেশের সংস্কৃতির যেমন পরিবর্তন হয় বাঙালীর সংস্কৃতির পরিবর্তনও ঘটে তেমনই।সংস্কৃতি মানুষের মূল্যবোধের বিষয় যা তারা বিশ্বাস করে ঠিক তেমনটাই প্রচলন করে তেমন ভাবেই চলে।
আমাদের বাঙালী জাতির সংস্কৃতির নিয়ে প্রথমে বলা যাক-
বাঙালী জাতির হাজার হাজার সংস্কৃতির উপাদান আছে যার জন্য বাঙালী জাতি এখনও স্বকীয় ভূমিকা পালন করে চলে।বাঙালী জাতির সংস্কৃতি বাঙালী রুপকে এখন বাঁচিয়ে রাখছে। সংস্কৃতি মূল্যবোধের বিষয় যা বাঙালী জাতির মাঝে একটু বেশি লক্ষ্য করা যায় তাদের সংস্কৃতি বাঁচানোর ক্ষেত্রে।
তবে এবার আসি সংস্কৃতির পরিবর্তন নিয়ে –
বাঙালী জাতি তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখছে যুগ যুগ ধরে তবে অনেক ক্ষেত্রে তা ধ্বংস হয়ে যাচ্ছে তা হোক আধুনিকতার সুবাদে বা মানুষের মূল্যবোধের অমূল্য পরিবর্তনে।এক সময় যে সংস্কৃতি নিয়ে মানুষের জীবনযাপন চলছিল তা সময়ের স্রোতে পরিবর্তন ঘটে।
একটি উদাহরণে যাই বাঙালী জাতির সংস্কৃতির একটা বড় অংশ পহেলা বৈশাখ যা প্রতি বছর নতুন ধান উঠার আনন্দে সবাই একসাথে হয়ে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় যে অনুষ্ঠানে বাঙালী জাতির ঐতিহ্য পূর্ণ সব গান, নাচ,নাটক হয়ে থাকে।খাওয়া হয় পাত্না ইলিশ তবে এখনও কি আগের মতই সেইসব পুরনো ঐতিহ্যময় গান, নাচ,নাটক গুলো হয়। এখনের আয়োজন করা পহেলা বৈশাখে কি থাকে আগের সব সংস্কৃতি। হয়ত না সংস্কৃতি আমাদের পহেলা বৈশাখ পালিত হয় ঠিকই কিন্তু পহেলা বৈশাখের মূল সংস্কৃতি গুলো দিন কে দিন হারিয়ে যাচ্ছে।
হারিয়ে ফেলছি আমাদের সংস্কৃতির সেই সব গান,নাটক,সিনেমা গুলো এখন কয়জনই বা প্রাচীন সংস্কৃতি নিয়ে তৈরি সিনেমা গুলো দেখতে বসি আর এখনকার সিনেমা গুলো সেই সংস্কৃতি গুলো তুলে ধরবে কিভাবে এখন সংস্কৃতি তো নিত্যনতুন পরিবর্তন হচ্ছে।
শত বছর আগের বাঙালী সংস্কৃতির সাথে বর্তমানে বাঙালী সংস্কৃতির বহু অমিল খুঁজে পাওয়া যাবে।
পৃথিবীর বহু জনগোষ্ঠীর সংস্কৃতিই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং হচ্ছেও বাঙালীও তার ব্যতিক্রম নয়।সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি তার গতিপথ বদলাবে এটাই হয়ত নতুন নতুন সংস্কৃতি সৃষ্টি হওয়ার মাধ্যম।
তবে নিজ সংস্কৃতি ধরে রাখা সংস্কৃতি পালন করা প্রতিটি জাতির জন্য প্রয়োজন আধুনিক সংস্কৃতি গুলো আমাদের যতটা তৃপ্তি দিবে তার থেকে হয়ত অধিক পরিমাণে ক্ষতির মুখে ঢেলে দিবে। আমাদের আদি সংস্কৃতি গুলো অনেক পরিমাণ শিক্ষা দিয়ে থাকে কিন্তু আধুনিকতার সাথে তাল মিলিয়ে আদি সংস্কৃতি ভুলে নতুন সংস্কৃতি তৈরি করা নিয়ে ব্যস্ত থাকি।
লেখক: গোবিন্দ মোদক, শিক্ষার্থী, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ এবং সভাপতি, সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখা