অনলাইন ডেস্ক:
ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন। হিন্দি ও বাংলা দুই ভাষার ছবিতে কাজ করেছেন এই আবেদনময়ী অভিনেত্রী।
এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। ‘অগ্নি সিরাগুগাল’ ছবির মাধ্যমে অভিষেক রাইমার। সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এতে সাহসী দৃশ্যে দেখা যাচ্ছে রাইমাকে। গল্পে রাইমার চরিত্রে নাম স্মিতা। এতে রাইমার বিপরীতে অভিনয় করবেন অরুণ বিজয়। এটি পরিচালনায় আছেন নবীন।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবির শুটিং কলকাতা ও চেন্নাইয়ে হবে। এছাড়া মস্কো ও কাজাকিস্তানেও দৃশ্যধারণের কাজ হবে। এদিকে সম্প্রতি ‘দ্বিতীয় পুরুষ’-এর শুটিং শেষ করেছেন রাইমা। বাংলা ছবি ‘দ্বিতীয় পুরুষ’, ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল এটি। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে। রাইমার চরিত্রের নাম অমৃতা। সৃজিতের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে ২০২০ সালের ২৩ জানুয়ারি। উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘গডমাদার’র মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু।