বিনোদন ডেস্ক: অমৃতা সিংহের সঙ্গে দীর্ঘ দিন আগেই দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছে সাইফ আলী খানের। অমৃতার প্রতি এখনও শ্রদ্ধাশীল তিনি। দুই সন্তান সারা এবং ইব্রাহিমের সঙ্গেও সইফের সম্পর্ক বেশ ভাল। করিনা কাপুরও তাঁদের স্নেহের চোখেই দেখেন। কিন্তু অমৃতার সঙ্গে করিনার সম্পর্ক কেমন? সাইফের প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে আদৌ কোনও যোগাযোগ রয়েছে কি?
দিন কয়েক আগেই করণ জোহারের চ্যাট শো-এ প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে হাজির ছিলেন কারিনা। করণ জানতে চান, অমৃতার সঙ্গে কী ধরনের কথা হয় কারিনার? উত্তরে হেসে নায়িকা বলেন,
‘‘অমৃতাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কখনও ওঁর সঙ্গে দেখা হয়নি।’’
স্বভাবতই এই উত্তর শুনে চমকে ওঠেন করণ। তিনি ফের জানতে চান,
‘‘অমৃতার সঙ্গে কখনও দেখা হয়নি?’’
আরও স্পষ্ট ভাবে কারিনা উত্তর দেন,
‘‘না। ডিভোর্সের অনেক দিন পরে সাইফের সঙ্গে আমার আলাপ হয়েছিল। ও তখন সিঙ্গল।’’
কারিনার উত্তর বলি মহলের অনেকেই বাঁকা চোখে দেখছেন। সারার সঙ্গে করিনার বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব এতোটাই যে, সারার ক্যারিয়ার থেকে প্রেম— অনেক কিছু নিয়ে পরামর্শ দেন তিনি। সেখানে অমৃতার সঙ্গে কখনও দেখাই হয়নি! এ-ও কি সম্ভব!