ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই চলে অভিনেতা চিরঞ্জিবী। অভিনেতার স্ত্রী মেঘনা এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় চিরঞ্জিবীর আকষ্মিক মৃত্যুর খবরে ভঙে পড়েছেন মেঘনা। রবিবার স্বামীর শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন মেঘনাকে। রবিবার চিরঞ্জিবী সরজার শেষকৃত্যে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকা। সোমবার চিরঞ্জিবীর বেঙ্গালুরু বাগানবাড়িতে সম্পন্ন হয় শেষকৃত্য।
এদিকে চিরঞ্জিবীর মৃত্যু পর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চিরঞ্জিবী ও মেঘনা রাজের বিয়ের নানান ভিডিও।
রবিবার বেঙ্গালুরুর এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় অভিনেতার। চিরিঞ্জিবী সরাজার মৃত্যুর খবরে আরো এক দক্ষিণী তারকা আল্লু সিরিশ লিখেছেন, ”চিরঞ্জিবি সরজার আকষ্মিক মৃত্য়ুর খবরে হতবাক। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিলো। তার পরিবারের প্রতি সমবেদনা রইলো। চিরুর আত্মার শান্তি কামনা করি।” সমবেদনা জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পিয়ামণি রাজ।
চিরঞ্জিবী সরজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্যান্য দক্ষিণী তারকারাও। এমনকি প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় অনিল কুম্বলেও শোকপ্রকাশ করেছেন। লিখেছেন, ”আকষ্মিক এই খবরে হতবাক ও মর্মাহত। অল্প বয়সেই চলে যেতে হলো। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
‘আই লাভ ইউ’, ‘প্রেমা বরাহ’, ‘দন্ডম দশগুণম’, ‘বর্ধনায়ক’, ‘বায়ুপুত্র’ সহ বহু কন্নড় ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিবী সরজা।