কলকাতার সুপারস্টার নায়ক ও সাংসদ দেবের প্রেমিকা রুক্মিণী মিত্র উড়ে গেলেন সুইজারল্যান্ডে। তবে তার এই যাত্রায় সঙ্গী দেব নয়। টলিপাড়ার অন্য এক হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়। আবিরই এখন রুক্মিণীর নতুন হিরো। সামনের গ্রীষ্মেই আসছে এ জুটির ‘সুইজারল্যান্ড’।
ছবিরই ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে বুধবার সকালে। আরেক টলিউড সুপারস্টার জিতের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে রুক্মিণী-আবির জুটির নতুন এই ছবি। ফার্স্টলুক দেখে আঁচ করা যায়, পুরোদস্তুর পারিবারিক ছবি ‘সুইৎজারল্যান্ড’।
ছবিতে রুক্মিণীর লুকও সাধারণ। পোস্টারে আবির-রুক্মিণীর সঙ্গে দুইজন খুদেকেও দেখা গেছে। একজন রুক্মিণীর কোলে অন্যজন আবিরের ঘাড়ে চেপে এক্কেবারে খুশির মেজাজে। আবির আর রুক্মিণীকে যে মানিয়েছে বেশ, সে কথা স্বীকার করে নিয়েছেন নেটিজেনদের একাংশ।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, দেবের প্রেমিকা হওয়ার সুবাদেই নাকি রুক্মিণীর ছবির লিস্ট বেশ লম্বা। নায়িকাকে নিয়ে টলিপাড়ার এই ‘দুর্নাম’দূর হল আবিরের সঙ্গে জুটি বাধায়। রুক্মিণীরও ‘দেব’ময় কেরিয়ারগ্রাফেও ঘটল কিছুটা রদবদল।