বলিউডে অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দিশা পাটনি। অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেলেও এ নিয়ে মুখ খোলেননি কেউই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভালোবাসা সম্পর্কে বলেছেন, জীবনে ভালোবাসা থাকা খুব জরুরি। ভালোবাসার জন্যই আমরা জীবনে সব কিছু করি। ভালোবাসা ছাড়া বাঁচা যায় কি।
অভিনেত্রী জানান, আমি প্রথম দেখাতেও প্রেমে পড়েছি। আমার জন্য প্রেমে পড়াটা খুব প্রয়োজনীয়। প্রথম দিনে মনের মধ্যে প্রজাপতি ঘুরে বেড়ানোর অনুভূতিটা খুব ভালোবাসি আমি। প্রথম দিনেই যদি এই অনুভূতি আমার না হয়, তা হলে বুঝে যাই যে হবে না। আমি নারী হিসেবে তখনই নিজেকে উপলব্ধি করতে পারি, যখন সম্পর্কে থাকি। আমি সেরকমই একটি মানুষের খোঁজ করছি।
বাস্তবে যে তিনি খুব রোম্যান্টিক সে কথাও স্বীকার করেছেন দিশা পটানি। দিশা বলেন, প্রেম ভাঙলে আমার মনও ভাঙে। আমি মাঝামাঝি জায়গায় থাকতে পারি না। কিন্তু একটা ভালো দিক হল, আমি একবার সম্পর্ক থেকে বেরিয়ে গেলে আর পিছন ফিরে তাকাই না।
আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে দিশা ও আদিত্য রায় কাপুর অভিনীত মালাং। এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।