মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজেই টুইট করে ভক্তদের সুখবর দিয়েছেন তিনি।
স্বামী নিশপাল সিং রানের সঙ্গে ছবি দিয়ে টুইটও করলেন কোয়েল। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে।
স্বামী নিশপাল সিং রানের সঙ্গে একটি কার্ডে ছবি দিয়ে কোয়েল লিখেন, এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনছি আমার ভিতরে। গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান। আমরা অপেক্ষা করছি।
কোয়েল এ খবর প্রকাশ্যে আনতেই তাকে ও রানেকে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে পাঞ্জাবি মতে সাতপাকে বাঁধা পড়েছিলেন কোয়েল ও রানে। তার পরে একসঙ্গে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। আর এবার তাদের জীবনে আসতে চলেছেন আরও এক সদস্য।