সামনেই বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এ দিনটিকে ঘিরে নির্মিত হচ্ছে নানা নাটক ও টেলিফিল্ম। বসে নেই মিউজিক ভিডিওর নির্মাতারাও। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ পরিচালক তাজুল ইসলাম নির্মাণ করেছেন ‘আগুন কে লাগাইলো রে’ নামে একটি মিউজিক ভিডিও। কনিকা রায়ের গাওয়া এ গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী।
সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে রাজধানীর পুবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে। এখানে প্রথমবার মডেল হিসেবে জুটি বেঁধে অভিনয় করেছেন রাইসা রিয়া ও নবাগত রঞ্জু সরকার। রোমান্টিক একটি গল্পের উপর ভিত্তি করে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা তাজুল ইসলাম। ক্রাউন মিউজিকের ব্যানারে এটি মুক্তি পাবে।
নির্মাতা তাজুল ইসলাম বলেন, ‘মিউজিক ভিডিওর কাজটি সুুন্দর ভাবে শেষ করেছি। গানটির কথা এবং গল্পটি অনেক সুন্দর। এর ডিওপি হিসাবে কাজ করেছেন এসএম জয় এবং রূপসজ্জা করেছেন জাহাঙ্গীর হাসান। দুই মডেল রঞ্জু আর রাইসাও খুব ভালো অভিনয় করেছেন। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’
নবাগত মডেল রঞ্জুু সরকার বলেন, ‘প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। গানটির কথা অনেক সুন্দর। এছাড়া ভিডিওর গল্পটিও চমৎকার। দর্শকের মাঝে সেটি তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।’
রাইসা রিয়া বলেন, ‘পরিচালক তাজুল ইসলাম ও রঞ্জুু সরকারের সঙ্গে প্রথমবার কাজ করলাম। ভালো লেগেছে। মিউজিক ভিডিওর গল্পটি বেশ ভালো। রঞ্জুর সঙ্গের রসায়ণটাও ভালো ছিল। আশা করি, দর্শকদেরও আমাদের নতুন এ জুটির কাজ ভালো লাগবে।’