ক্যাটরিনা কাইফ, বলিউডের এই সেনসেশনের নাচের প্রশংসা সর্বত্র। পুরস্কার বিতরণী, টুর্নামেন্টের উদ্বোধনসহ যেকোনো অনুষ্ঠানে ক্যাটরিয়া নিয়মিত নাচিয়ে। এবার বিয়ের অনুষ্ঠানে নেচে মাত করেছেন এই সুপারস্টার। সম্প্রতি ভারতের গোয়ায় গিয়েছিলেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে গিয়ে আনন্দ করেছেন। অন্য অতিথিদের সঙ্গে নেচে গেয়ে সবার মন জয় করেছেন।
এদিন ক্যাটরিনার পরনে ছিল এমব্রয়ডারি করা আকাশি রঙের লেহেঙ্গা। তার অনন্য পোশাক উপস্থিত হয়ে অতিথিদের নজর কেড়েছে। পরে ভুবন ভোলানো নাচ করে বন্ধুর বিয়েটাকে স্মরণীয় করে তোলেন ক্যাটরিনা। নতুন বছরে সেই নাচের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্যাটরিনা। আর সঙ্গে জানিয়ে দেন এক বিশেষ বার্তা, ‘হৃদয়ে লিখে নাও, প্রতিটি দিনই তোমার জন্য সেরা।’ এ বাক্যে হ্যাশট্যাগে যুক্ত করেন নতুন বছর ২০২০-কে। বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া তার নাচের এক টুকরো ভিডিও ঘুরে বেড়াচ্ছে অনলাইনে।