প্রথম বিয়ে স্থায়ী না হওয়ার কারণে মেয়ে পলকে নিয়ে প্রথম স্বামী রাজা চৌধুরীর ঘর ছাড়েন৷ প্রথম বিয়ে ভাঙার পর অভিনব কোহলির সাথে দ্বিতীয়বার ঘর বাঁধলেও, সেই সম্পর্কও স্থায়ী হয়নি বেশিদিন৷ ছেলের জন্মের পর অভিনবের সাথে সম্পর্কে চিড় ধরতে শুরু করে৷
পলককে মারধর এবং শ্বেতার সাথে খারাপ ব্যবহারের জন্য অভিনবের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী৷ অভিনবের সাথে যখন শ্বেতার সংসার ভেঙে গিয়েছে, তখন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়ছে অভিনেত্রীকে৷ সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন নিয়ে এভাবেই মুখ খোলেন শ্বেতা৷
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরপর সম্পর্কের ভাঙন, ছেলে মেয়েকে একা হাতে বড় করে তোলা, এসব নিয়ে সম্প্রতি মুখ খোলেন শ্বেতা৷ তিনি বলেন, ‘আমি খুব দুর্বল৷ আমি সাহসি নই৷ সম্পর্ক ভেঙে গেলে কান্নাকাটি করি৷ বার বার মন ভেঙে যায়৷ কিন্তু একজন মানুষের জীবনে এগুলো খুব স্বাভাবিক বিষয়৷’
শুধু তাই নয়, ছেলে মেয়েকে ভালবাসেন তিনি৷ তাদেরকে বড় করে তোলাই একমাত্র কাজ৷ তাই বর্তমানে অন্য কিছু নিয়ে তার ভাবার সময় নেই বলে স্পষ্ট জানান শ্বেতা৷