নাগরিকত্ব বিল নিয়ে ভারতজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। সম্প্রতি দিল্লির জামেয়া মিলিয়াসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানাতে মাঠে নেমেছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তবে অনেকেই এই প্রতিবাদে সামিল হননি। তাদেরই একজন অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে পড়াশোনা করেই মতামত জানাবেন তিনি।
বরুণ বলেন, ‘বিষয়টি পুরোপুরি বুঝলে তবেই মত প্রকাশ করব। প্রতিদিনই নতুন কিছু শুনছি এই বিষয়ে। কিন্তু কোনটা সঠিক তা এখনও জানি না। যতক্ষণ না কোনো বিষয় ১০০ শতাংশ জানতে পারছি ততক্ষণ সেটা নিয়ে বলা ঠিক না। সেটা বুঝতে পারলে নিশ্চয়ই বলব।’
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রসঙ্গে বরুণ বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদকে পুলিশি অত্যাচারের মাধ্যমে থামানো অবশ্যই ঠিক নয়। কিন্তু দেশের আইন নিয়ে যা কিছু বলে দেওয়া সেটাও ঠিক না। দুটো দিকই রয়েছে। এটি খুব সংবেদনশীল একটি বিষয় যা নিয়ে কিছু বলেই দেওয়া যায় সহজ। কারোকে সহজেই দোষারোপ করা যায়। কিন্তু পাবলিক ফিগার হলে মানুষ তাকে অনুসরণ করে। তাই বিষয়টা নিয়ে ভালো করে পড়াশোনা করে নিশ্চয়ই মতামত দেব।’
জামিয়া মিলিয়ার ঘটনার নিন্দা করতে পিছপা হননি বহু বলিউড তারকা। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন ফারহান আখতার, শিবাণী দণ্ডেকর, হুমা কুরেশি, স্বরা ভাস্কর, সুশান্ত সিং।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দা করে পোস্ট করেছেন, রাজকুমার রাও, ভিকি কৌশল, পরিণীতি আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার, সিদ্ধার্থ মালহোত্রা, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে।