টালিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কিন্তু বর্তমান সময়ের নায়িকা হিসেবে নন, ‘দিদি’ হিসেবেই বেশি জনপ্রিয়। ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়ালিটি গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’–এর সঞ্চালনা করেই ভক্তদের মনে নতুনভাবে জায়গা করেছেন রচনা। তবে এবার আরও একটি পরিচয়ে পরিচিতি পেতে যাচ্ছেন সবার প্রিয় রচনা। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন তিনি। দেশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ে জিতে এসেছেন অভিনেত্রী।
যদিও প্রচারের সময়ই তাঁকে ঘিরে চলে তুমুল বিতর্ক। তাঁর নানা কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলও হয়েছে। কিন্তু জিতে গিয়ে ট্রলকারীদের ধন্যবাদ জানান রচনা। জানান, তাঁদের জন্যই তো এত প্রচার পেয়েছেন। যদিও এখন দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।