নিউজ ডেস্ক:
সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক ও বড় পর্দা দাবিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি কলকাতার ছবিতেও কাজ করে নিজের অভিনয় সত্তার জানান দিয়েছেন। বলা চলে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় ব্যয় করছেন এই দর্শকনন্দিনী। নতুন বছরে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন মিম। ২০২০ সালের ভালোবাসা দিবসে ‘পরাণ’ ও বছরের শেষের দিকে ‘ইত্তেফাক’ নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। দুটি ছবিই দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে আশাবাদী মিম।
ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া ‘পরাণ’ চলচ্চিত্রে মিমের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও শরিফুল রাজ।
সিলেটসহ দেশের বিভিন্ন লোকেশনে রায়হান রাফির পরিচালনায় মিমের আরেক চলচ্চিত্র ‘ইত্তেফাক’র শুটিং চলছে। আগামী বছরের মার্চের মধ্যেই ছবিটির শুটিং শেষ হবে বলে জানান মিম। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন নায়ক সিয়াম। ২০২০ সালেই ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেন তিনি।
মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে এসে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘সাপলুডু’।