আরিফুল ইসলাম শুভ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। গত ০৩ মে, সোমবার, কলেজ সংলগ্ন রহমতপুর এলাকায় দিনমজুর, অসহায় মাদ্রাসা ছাত্র, রিকশাচালক এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন তাঁরা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব ইকরামুল হক টিটুর নির্দেশনায়, সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবুল বাশারের সার্বিক সহযোগিতায় এবং মহানগর ছাত্রলীগ নেতা জনাব নাসির উদ্দিন হীরার তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম সমাধা করা হয় বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কর্মসূচীটির নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাধন এবং সাইফুল ইসলাম সৌরভ। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোঃ আহসানুল কবীর সাবাব, আরিফুল ইসলাম শুভ, শওকত হোসেন রিমন, পারভেজ পিয়াস, রিজুয়ানুল হক রিজু সহ আরও অনেকেই।
এ প্রসঙ্গে জনাব মেহেদী হাসান বাধন বলেন,
“বর্তমান করোনা সঙ্কটে শহরের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই নাজুক জীবনযাপন করছেন। তাঁদের মুখে অন্তত এক বেলা হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমাদের এমন আয়োজন। প্রায় শতাধিক মানুষকে আমরা স্ব-উদ্যোগে ইফতার পৌছে দিয়েছি। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আমরা প্রতিনিয়তই মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণ সহ নানাবিধ সেবা চালু রেখেছি। ইনশাআল্লাহ সামনেও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ এ ধরণের উদ্যোগ অব্যহত রাখবে।”