নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন দিগার মোঃ কৌশিক। শনিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। রবিবার জেলহত্যা দিবস উপলক্ষ্যে কর্মসূচী পালনের মাধ্যমে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।
প্রসঙ্গত ২০১৬ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। নব্বইয়ের দশকে ডাকসু বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার অচলায়তন ভাঙ্গে নাট্য সংসদ। ইতোমধ্যে তারা ৭টি নাটক প্রযোজনা ও ৪টি নাট্যোৎসব আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকেই ঢাবি নাট্য সংসদের সভাপতি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ারুল হক সনি এবং সাধারণ সম্পাদক ছিলেন ডাকসুর রফিকুল ইসলাম সবুজ।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মনিরুজ্জামান মুন্না বলেন,
“সবাইকে সাথে নিয়ে বিশুদ্ধ শিল্পচর্চার মাধ্যমে প্রাণের সংগঠনকে বহুদূর এগিয়ে নিতে চাই। দেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাই।”