মান্নান, জাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা ক্যাম্পাস পার্শ্ববর্তী ইসলামনগর বাজারে অর্ধশতাধিক রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করে।
এসময় ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং মডারেটর নুরুজ্জামান শুভ বলেন, “এই লকডাউনে গরিব অসহায় মানুষগুলোর জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে। এই ইফতার বিতরণ পবিত্র রমজান মাসে তাদের পাশে দাঁড়ানোর সামান্য প্রচেষ্টা মাত্র।”
সাধারণ সম্পাদক সাগর বলেন, “করোনার মহামারীতে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।”
অর্থ দিয়ে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইচ্ছার সভাপতি সোহেল রানা। এসময় ইচ্ছার সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সহ ইচ্ছা’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহে রমজান উপলক্ষ্যে ‘ইচ্ছা’ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য – অনলাইনে বিনামূল্যে কোরআন শিক্ষার আসর, গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ইত্যাদি।
উল্লেখ্য, ইচ্ছা ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।