নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার স্নাতক পর্যায়ের স্বনামধন্য বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগে “বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন” প্রতিষ্ঠা করা হয়েছে এবং ২০২১-২২ সেশনে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বিগত ০৫ এপ্রিল, সোমবার, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান -অধ্যাপক জরিনা মজুমদার সংগঠন এবং এর কার্যকরী পর্ষদের চূড়ান্ত অনুমোদন দেন।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী গোবিন্দ মোদক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নূরনবী হোসেন নূর। সংগঠনটির উপদেষ্টা হিসেবে বিভাগের সম্মানিত সকল শিক্ষককে মনোনীত করা হয় এবং কার্যক্রম সমাধানে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের সম্মানিত প্রভাষক জনাব কামরুন্নাহার মনি, প্রভাষক জনাব ফিরোজ আল মাহমুদ এবং প্রভাষক জনাব চৈতালী পাল।
নিচে দায়িত্ব প্রাপ্ত কমিটির তালিকা তুলে ধরা হলোঃ